সীমান্তবর্তী বিদ্যালয়গুলিতে এনএসএস বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

January 07, 2022, সংবাদ প্রতিনিধি

AGARTALA:

এনএসএস-এর মত কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সেবামূলক মানসিকতা তৈরী করতে সীমান্ত সংলগ্ন সমস্ত বিদ্যালয়গুলিতে এনএসএস বাধ্যতামূলক ও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। ছাত্র জীবনের অত্যাবশ্যকীয় প্রবাহমান ঘটনাবলী ও পারিপার্শিক শিক্ষাবিষয়ক কর্মসূচি সম্পর্কে পড়ুয়াদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে  রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি আরও বলেন, মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুলস পরিকল্পনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে। নিয়োগ থেকে শুরু করে সমস্ত সুযোগ সম্প্রসারণে স্বচ্ছতার পাশাপাশি মহিলা স্বশক্তিকরণ, সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি ক্ষমতায়ণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার।

১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিডের টিকাকরণ কর্মসূচির সুফল গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, ক্রীড়া ও সেবামূলক ক্ষেত্রে বিগত বছরগুলিতে জাতীয় ও বিভিন্ন ক্ষেত্রে যারা পুরষ্কৃত হয়েছেন তাদের সম্মাননা জ্ঞাপনের প্রচেষ্টা এক উল্লেখযোগ্য উদ্যোগ। তা অন্যদের মনে অনুপ্রেরণার সঞ্চার করবে। তিনি বলেন, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। ছেলেমেয়েদের সুস্বাস্থ্যের পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খেলাধূলার সাথে আরও বেশী করে যুক্ত করার আহ্বান জানান তিনি।

যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যুব সম্প্রদায়ের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে নেশা ও নেশা কারবারীদের নির্মূলীকরণে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে আগামীদিনে ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে বড়মাত্রায় জনজাগরণ তৈরীর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বর সেবা বলে আমাদের বিশ্বাস। স্বামী বিবেকানন্দের আদর্শ পথে ও সেবামূলক ভাবনায় এনএসএস সহ সেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এক মহতী কাজে নিজেদের সম্পৃক্ত করছেন।

News link: সীমান্তবর্তী বিদ্যালয়গুলিতে এনএসএস বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী  |  Tripuraindia

5